ঢাকা, শুক্রবার, ১৭ মে, ২০২৪

মমতাকে রামকার্ড দেখালেন মোদী

ভারতের পশ্চিমবঙ্গের জনসভায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘রামকার্ড’ দেখানোর কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার ভিক্টোরিয়া মেমোরিয়ালের জনসভায় এ ঘোষণা দিয়েছেন তিনি।


দুই সপ্তাহ আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে ‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এতে ক্ষুব্ধ হয়ে বক্তৃতা না দিয়ে মঞ্চ ছাড়েন মুখ্যমন্ত্রী। এ নিয়ে বিতর্ক কম হয়নি। ওই অনুষ্ঠানে এ সম্পর্কে কোনও কথা বলেননি নরেন্দ্র মোদি।


রোববার হলদিয়ার জনসভাতে মোদি বলেছেন, ‘বাংলার মানুষের ফুটবল প্রেম সুবিদিত। আমি তাই ফুটবলের ভাষায় বলছি, তৃণমূল একটার পর একটা ফাউল করেছে। অপশাসনের ফাউল, দুর্নীতির ফাউল, মানুষের টাকা লোটার ফাউল। মানুষ সব দেখেছে। তাই বাংলার মানুষ তৃণমূলকে রামকার্ড দেখাতে চলেছে।’

 

মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে মোদি বলেন, ‘বুয়া-ভাতিজাবাদে তিতিবিরক্ত বাংলার মানুষ। আর কিছুদিন অপেক্ষা করলেই বাংলা চাঁদাবাজি, সিন্ডিকেটরাজ ও অপশাসন থেকে মুক্তি পাবে।’


তিনি বলেন, বাংলা মমতার আশায় ছিল, কিন্তু মানুষ গত ১০ বছরে নির্মমতা দেখেছে। ২০১১ সালে মমতা দিদি বাংলায় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। মানুষ তাতে ভরসা করেছিল। কিন্তু বাংলায় যে সরকার এসেছে তা পরিবর্তন নয়। রাজ্যে বাম শাসনের পুনর্জন্ম হয়েছে। তার মানে দুর্নীতির পুনর্জীবন, হিংসার পুনর্জীবন, অত্যাচারের পুনর্জীবন।’


সূত্র : রাইজিংবিডি

ads

Our Facebook Page